About Us

মৌসুমী তালুকদার - প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

একটি মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সিলেটবাসী অনেকদিন ধরেই অনুভব করে আসছিল। এর প্রতিফলনস্বরূপ ১৯৪৬ সালে যেসাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন হয়েছিল, কালের পরিক্রমায় আস্তে আস্তে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের একটি নির্ভরযোগ্য ও আশার স্থল হয়ে দাঁড়িয়েছে।ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে জীবনযাত্রার সবক্ষেত্রে উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগেছে। শিক্ষাঙ্গনও এর বাইরে নয়। যার ফলশ্রুতিতে এই ওয়েবসাইট সর্বসাধারণের জন্য প্রস্তুত করা হলো। দেশ বিদেশে অবস্থানরত এ প্রতিষ্ঠানের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও সাধারণ জনগণ উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। এতে করে শিক্ষার্থীগণ ঘরে বসেই ফলাফল, বিভিন্ন ধরনের ফি প্রদানসহ গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবে। সকলকে এ কর্মযজ্ঞে যুক্ত থাকার সনির্বন্ধ আমন্ত্রণ জানাচ্ছি।

Mission Statement
Our mission at Champion school is to develop the unique abilities and potential of each child by offering an enriched educational program. We strive for excellence through a hands-on approach. Rich traditions rooted in our innovative curriculum grow productive, caring, and intellectually curious citizens.
Our Core Values
We have a culture that is modern, relevant, and inspires students to have a brighter future. We are determined in our approach to learning, are creative in our thinking, and bold in our ambitions.
Our Philosophy
We, at Champion School, follow a child-centered educational approach. We make sure that it is based on scientific observations from birth to adulthood. We believe that a child is naturally curious and is capable of initiating learning in a supportive and thoughtfully prepared environment.
Scroll to Top